সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

বাঁশখালীতে যুবককে পিটিয়ে হত্যা

| প্রকাশিতঃ ৬ জুলাই ২০১৬ | ১০:২৩ অপরাহ্ন

চট্টগ্রাম: বাঁশখালীতে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মো. সারোয়ার (২৫) উপজেলার চাম্বল গ্রামের গোলাম রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে সারোয়ার একটি নির্মাণাধীন ভবনে এক আবাসন কোম্পানির ব্যানার খুলে নেন বলে অভিযোগ উঠে। এতে ওই কোম্পানির লোকজন তাকে মারতে মারতে গুরুতর জখম করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরার চেষ্টা চলছে।