সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

দ.কোরিয়ায় হাসপাতালে আগুন, নিহত বেড়ে ৪০

| প্রকাশিতঃ ২ ফেব্রুয়ারী ২০১৮ | ৬:৩০ অপরাহ্ন

সিউল : দক্ষিণ কোরিয়ার একটি হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনায় শুক্রবার আরো একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে ওই ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়ালো। সরকারি কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।

নগরীর এক সরকারি মুখপাত্র জানান, ৮১ বছর বয়সী এক বৃদ্ধ মিরইয়াংয়ের কাছের একটি হাসপাতালে মারা গেছেন। আশংকাজনক অবস্থায় সেখানে তিনি ভর্তি ছিলেন।

তিনি আরো জানান, এক সপ্তাহ আগে সেজং হাসপাতাল ভবনে আগুন লাগার সময় তিনি হাসপাতালের তৃতীয় তলায় অবস্থানকালে বিষাক্ত ধোঁয়ায় আক্রান্ত হয়েছিলেন।