সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

মালদ্বীপের প্রধান বিচারপতি ও সাবেক রাষ্ট্রপতি গ্রেফতার

| প্রকাশিতঃ ৬ ফেব্রুয়ারী ২০১৮ | ৯:২১ পূর্বাহ্ন

বিবিসি বাংলা: মালদ্বীপের প্রধান বিচারপতিকে গ্রেফতার করা হয়েছে। দেশটির সরকার সেখানে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করে সংসদ স্থগিত করে দেয়ার পরপরই গ্রেফতার হয়েছেন তিনি।

আটক করা হয়েছে মালদ্বীপে প্রায় তিন দশক ধরে ক্ষমতায় থাকা সাবেক রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুমকে।

রাতে সুপ্রিম কোর্ট ঘিরে রেখেছে পুলিশ। আদালতে যেসব বিচারপতিরা ছিলেন তারা সবাই সেখানে আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে।

প্রেসিডেন্ট ইয়ামিনকে অভিশংসনে ও গ্রেফতারে সুপ্রিম কোর্টের পদক্ষেপ রুখতেই এত কিছু হচ্ছে বলে ধারনা।