সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

খালেদা জিয়ার রায়ের সংবাদ বিশ্ব-গণমাধ্যমে ফলাও করে প্রকাশ

| প্রকাশিতঃ ৮ ফেব্রুয়ারী ২০১৮ | ৬:০২ অপরাহ্ন

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডের রায়ের খবর ফলাও করে প্রকাশ করেছে বিশ্ব গণমাধ্যম।

বৃহস্পতিবার দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক রায় ঘোষণার পরপরই এ খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিবিসি জিয়া অরফারনেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ে খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানকে কারাদন্ডসহ জরিমানার কথা উল্লেখ করে।

এছাড়া রয়টার্স, আল-জাজিরা ও এনডিটিভিসহ বিভিন্ন মাধ্যমে একইভাবে রায় ও জরিমানার কথা প্রকাশ করা হয়। রায়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিএনপির সমর্থকদের বিক্ষোভ, ভাংচুর ও পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ার খবর বিভিন্নভাবে প্রকাশ করে আল-জাজিরা।

বিবিসি অনলাইনের শিরোনাম ছিলো, ‘বাংলাদেশ এক্স-পিএম গিলটি অব করাপশন’ অর্থাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দুর্নীতিতে দোষী সাব্যস্ত।

আল জাজিরার শিরোনাম ছিলো, ‘বাংলাদেশ অপজিশন লিডার জেইলড ইন করাপশন কেস’ অর্থাৎ দুর্নীতি মামলায় বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রীর কারাদণ্ড।