চট্টগ্রাম : এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এদিকে তিন শিক্ষার্থীকে বহিস্কারের প্রতিবাদে তাদের সহপাঠীরা বিক্ষোভ করেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত রসায়ন ও ব্যবসায় শিক্ষা পরীক্ষায় তাদের বহিষ্কার করা হয়েছে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক তাওয়ারীক আলম একুশে প্রত্রিকাকে বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নগরীর সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তিন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত জানাযায়নি। প্রতিবেদন পেলে জানতে পারবো।
এদিকে নগরীর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন একুশে প্রত্রিকাকে বলেন, তিন শিক্ষার্থীকে বহিস্কারের প্রতিবাদে বিকেলে কিছু শিক্ষার্থী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। পরে জেলা প্রশাসক স্যার বুঝিয়ে তাদের পাঠিয়ে দেন।
একুশেে/এএ