মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

নেপালের নতুন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি

| প্রকাশিতঃ ১৬ ফেব্রুয়ারী ২০১৮ | ১২:০০ পূর্বাহ্ন

কাঠমান্ডু : নেপালের নির্বাচনে বিপুল বিজয়ের দুই মাস পর বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে কমিউনিস্ট পার্টির নেতা কে পি শর্মা ওলির নাম ঘোষণা করা হয়েছে। খবর এএফপি’র।

মাওবাদীদের সহিংস বিদ্রোহী তৎপরতা অবসানের ১১ বছর পর নতুন সংবিধানের অধীনে কে পি শর্মা ওলি প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। নেপালকে হিন্দু রাজতন্ত্র থেকে ফেডারেল রিপাবলিক কাঠামোতে রূপান্তর করতেই নতুন সংবিধান প্রণিত হয়।

প্রেসিডেন্সিয়াল সেক্রেটারি ভেশ রাজ অধিকারী এএফপিকে জানান, এই কমিউনিস্ট নতুন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নিবেন বলে আশা করা হচ্ছে।