সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

আনসার উল্লাহ বাংলা টিমের চার সদস্য গ্রেফতার

| প্রকাশিতঃ ১১ জুলাই ২০১৬ | ৭:৫১ অপরাহ্ন

arrest Handcuffsচট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডের বাড়বকুন্ড থেকে আনসার উল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চারটি চাপাতি, চারটি কিরিচ, ছয়টি মোবাইল ও একটি করে ল্যাপটপ ও ট্যাব পাওয়া গেছে।

গ্রেফতারকৃতরা হলেন- মুছা ইবনে উমায়ের ওরফে ওমর (২৫), মোঃ শিপন ওরফে ফয়সাল (২৫), খোরশেদ আলম (৩১) ও রাসেল মোঃ ইসলাম (৪১)। এদের মধ্যে মুছা চট্টগ্রামের পটিয়া, খোরশেদ আনোয়ারা ও রাসেল সীতাকুন্ড উপজেলা এবং শিপন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে সীতাকুন্ডের বাড়বকুন্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সীতাকুন্ডের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে দেশকে অস্থিশীল করার পরিকল্পনা নিয়েছিল তারা। তাদের কাছ থেকে জঙ্গিবাদ সংশ্লিষ্ট বেশকিছু তথ্য পাওয়া গেছে।

এর আগে গত শনিবার বিকালে সীতাকুন্ড থেকে চার জঙ্গি গ্রেফতারের খবর পাওয়া গেলেও পুলিশের তা অস্বীকার করে আসছিল।