সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

বাংলাদেশকে জঙ্গিবাদের স্থান হতে দেব না -প্রধানমন্ত্রী

| প্রকাশিতঃ ১৩ জুলাই ২০১৬ | ৫:৪৮ অপরাহ্ন

pmচট্টগ্রাম: সরকার বাংলাদেশকে জঙ্গিবাদের স্থান হতে দেবে না জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, লক্ষীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনীসহ ১৬টি জেলার সঙ্গে এই ভিডিও কনফারেন্স হয়।

প্রধানমন্ত্রী বলেন, নিরীহ মানুষ হত্যা করা মহাপাপ। যারা এটা করছে জনগণের ঘৃণা ছাড়া আর কিছু পাবে না। বাংলার মাটিতে জঙ্গি সন্ত্রাসীদের ঠাঁই হবে না। আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে জঙ্গিবাদের স্থান হতে দেবে না।

শেখ হাসিনা বলেন, গুলশান ও শোলাকিয়ার ঘটনা দেশের জন্য লজ্জাজনক। ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, সমাজসেবক, ব্যবসায়ী, সাংবাদিক সবাইকে জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। জঙ্গি হামলা করে বাঙালি জাতিকে বিশ্বের সামনে হেয় করছে, ইসলামকে হেয় করছে। পবিত্র ধর্ম ইসলামকে হেয় করবে তা বরদাশত করবো না।

অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, গুলশান ও শোলাকিয়ার হামলায় জড়িতরা নামীদামি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের ছাত্র। উচ্চবিত্ত পরিবারের সন্তান। তাদের কোনো চাহিদা অপূরণীয় নেই। তারপরও কেন জঘন্য পথে পা বাড়াল?

চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন, ইস্ট ডেল্টার উপাচার্য ড. সিকান্দার খান, ইউএসটিসি উপাচার্য ডা. প্রভাত চন্দ্র বড়–য়া, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার, সাবেক সভাপতি আবু সুফিয়ান, জেলা পরিষদ প্রশাসক এমএ সালাম প্রমুখ।

সরকারি কর্মকর্তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমীন, ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার, সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড ও আনসার প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।