চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চকবাজার থানার মাত্র একশ গজ দূরে চকসুপার মার্কেটের সামনে মাদক বিক্রয়কালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গত মঙ্গলবার দিনগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সুমন (২০) ও মোঃ নাজিম (২১)। সুমন লক্ষীপুরের জয়নাল আবেদিনের ছেলে ও নাজিম বান্দরবান জেলার আব্দুল শুক্কুরের ছেলে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক শাহেদা সুলতানা জানান, চক সুপার মার্কেটের সামনের রাস্তা থেকে প্রকাশ্যে মাদক বিক্রয় করা অবস্থায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩ কেজি ৫৯ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ৪ হাজার ৩৮৫ টাকা, ২টি মোবাইল সেট ও ২টি সিম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চকবাজার থানায় মামলা হয়েছে।