চট্টগ্রাম: চট্টগ্রাম নগরী ও উপজেলা পর্যায়ে ৬ থেকে ৫৯ মাস বয়সী ১৩ লাখ ২১ হাজার ৯১৬ জন শিশুকে ভিটামিন শনিবার (১৬ জুলাই) এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোঃ আজিজুর রহমান সিদ্দিকী।
বুধবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ১৬ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪হাজার ৮৬১টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুরা পাবে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল। এই কার্যক্রম বাস্তবায়নে ১৪ হাজার ৫৮৩ জন স্বেচ্ছাসেবীর পাশাপাশি ৮৯৯ জন স্বাস্থ্যকর্মী কাজ করবেন।
তিনি বলেন, ১ লাখ ২০ হাজার স্থায়ী ও ২০ হাজার অস্থায়ী কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে। চার মাসের মধ্যে কোনো শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে থাকলে তাকে ওই ক্যাম্পেইনে আর খাওয়ানো যাবে না।