সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় হকার নিহত

| প্রকাশিতঃ ১৪ জুলাই ২০১৬ | ৭:১৬ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানার কামাল বাজার এলাকায় হিউম্যান হলারের চাপায় এক হকার নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মকবুল হোসেনের (৫০) গ্রামের বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোর্ট উপজেলায়। তিনি নগরীর কাজির হাট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

চান্দগাঁও থানার ওসি আবু মোঃ শাহজাহান কবির জানান, নিহত মকবুল ভ্রাম্যমান হকার। তিনি রিকশা ভ্যানে করে মালামাল বিক্রি করতেন। বৃহস্পতিবার সকালে একটি হিউম্যান হলার তাকে চাপা দিলে দেয়। এরপর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দায়ী চালককে গাড়িসহ আটক করা হয়েছে।