মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

বিএনপি নির্বাচনে না আসলে কর্ণফুলীর স্রোত থেমে যাবে না : সেতুমন্ত্রী

| প্রকাশিতঃ ৫ মে ২০১৮ | ৬:০০ অপরাহ্ন


চট্টগ্রাম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘বিএনপি নির্বাচনে আসবে না ভালো কথা। বেগম জিয়াকে জেল দিয়েছেন আদালত। এখন তার জামিন করাতে পারছেন না সেটা আপনাদের ব্যর্থতা। বিএনপি নির্বাচনে না এলেতো আর দেশের সংবিধান পরিবর্তন হবে না। কর্ণফুলীর স্রোত থেমে যাবে না। বঙ্গোপসাগারের প্রবাহ থমকে যাবে না। সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। নির্বাচন সময় মতই হবে।’

শনিবার দুপুরে এসএস খালেদ সড়কের লেডিস ক্লাবে নগর আওয়ামী লীগ আয়োজিত ‘তৃণমূলের বর্ধিত সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। তারা নিজেই রাজনীতির চোরাবালিতে আটকে গেছে। তারা আন্দোলনের নামে নানান কূটকৌশলের আশ্রয় নিয়েছে। তাদের প্রতিটি জনপদে শেখ হাসিনার মমতার হাত পৌঁছে গেছে। ৭৫ এর পর শেখ হাসিনার মত সৎ সাহসী দক্ষ ও বিচক্ষন নেতা আর আসেননি। পৃথিবীর সেরা দশ এক নেতার একজন শেখ হাসিনা।’

বিএনপি জানে নির্বাচনে শেখ হাসিনাকে হটানো যাবেনা। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তারা জানে। আওয়ামী লীগের বিজয় তারা ঠেকাতে পারেনি আন্দোলন করে। ৯ বছরের আন্দোলন করে কিছুই করতে পারেনি বাকি ৯ মাসেও সফল হয়নি। তাই জনগণকে হুমকি দিয়ে আর পারবেনা।’

‘পত্রিকায় দেখলাম বেগম জিয়া নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। কিন্তু নেতাকর্মীরা বেগম জিয়াকে ছাড়া নির্বাচন করবেনা। তাতে কি হবে ? নির্বাচন বয়কট করলে গণতন্ত্রের কি ক্ষতি হবে? পৃথিবীর সব গণতান্ত্রিক দেশের পার্লামেন্টের দুটি সংগঠনের সভাপতি হয়েছিল আমাদের দেশের স্পিকার ও এমপি। কিন্তু আমাদের দেশের একটি দল আমাদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তাদের লজ্জা নেই ?

বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। উপস্থিত আছেন কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমিন, খোরশেদ আলম সুজন প্রমুখ।

এডি/একুশে