চট্টগ্রাম : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আস্থা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে এসএস খালেদ সড়কের লেডিস ক্লাবে নগর আওয়ামী লীগ আয়োজিত ‘তৃণমূলের বর্ধিত সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সম্প্রতি আমরা ভারত সফর করেছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যিনি ভারতের সম সাময়িককালের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী। ওনার কাছে ৫-১০ মিনিটের স্লট প্রাওয়া ভেরি ডিফিকাল্ট। তিনি আমাদের ডেলিগেটদের ৩২ মিনিট সময় দিয়েছেন। তিনি আমাদের সাথে প্রাণখুলে কথা বলেছিলেন, নাম ধরে ধরে কথা বলেছেন।
তিনি আরো বলেন, ‘আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর তার আস্থা আছে। রোহিঙ্গা সমস্যার মতো চ্যালেঞ্জ অতিক্রম এবং বাংলাদেশ স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়শীল দেশে এগিয়ে নিয়ে যাওয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডায়ানামিক, ক্যারিশমেটিক, ক্রিয়েটিভ লিডারশিপের জন্য সম্ভব হচ্ছে বলে উল্ল্যেখ করেছেন।’
সেতুমন্ত্রী আরও বলেন, ‘আমরা ভারতে ক্ষমতাসীন দলের সাথে বৈঠক করেছি। কয়েকজন মন্ত্রীসহ সামরিক, বেসামরিক, আমলাসহ সবার উপস্থিতিতে আমরা ডিনারে অংশ নিয়েছি। সেখানে জাতীয় স্বার্থ নিয়ে বক্তব্য রেখেছি। অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটা কথাও আমরা বলি নাই। আমাদের দেশকে আমরা ছোট করতে চাই না। নালিশ করিনি, নালিশ করতে যাইনি। গিয়েছি আমাদের জাতীয় স্বার্থের কথা বলতে। গিয়েছি রোহিঙ্গাদের পাশে ভারতের সাপোর্ট আরও কন্টিনিউ করতে। একাত্তরে যেমন ভারত আমাদের পাশে ছিলো, সংকটেও আজকে ভারত আবারো আমাদের পাশে দাঁড়িয়েছে। অনুরোধ করেছি ভারতের প্রধানমন্ত্রীসহ নেতৃবৃন্দকে তিস্তা নদীর পানি বন্টন, আমাদের ন্যায় সংগত হিস্যা এবং সীমান্ত চুক্তির বিষয় সংক্রান্ত বিষয়ে।’
বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। উপস্থিত আছেন কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমিন, খোরশেদ আলম সুজন প্রমুখ।
এডি/একুশে