
চট্টগ্রাম : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি কেন্দ্রে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সাথে পোলিং এজেন্ট নির্বাচন করে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থার কথাও বলেছেন তিনি।
শনিবার দুপুরে এসএস খালেদ সড়কের লেডিস ক্লাবে নগর আওয়ামী লীগ আয়োজিত ‘তৃণমূলের বর্ধিত সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের বাকি আর মাত্র ৯ মাস। কিন্তু আমাদের হাতে সময় আছে ৬ মাস। এরমধ্যে দলকে গুছানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ দুটি কাজ করতে হবে। এক. প্রতিটি ভোট কেন্দ্রের কমিটি গঠন করতে হবে। আরেকটি পোলিং এজেন্ট নির্বাচন করতে হবে। এসব এজেন্টদের আমরা ঢাকা থেকে ট্রেইনার এনে ট্রেনিংয়ের ব্যবস্থা করব। সমানে কঠিন চ্যালেঞ্জ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমাদের।’
বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। উপস্থিত আছেন কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমিন, খোরশেদ আলম সুজন প্রমুখ।
এডি/একুশে