মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

শক্তি দিয়ে জনমত প্রতিহত করা যায় না : মির্জা ফখরুল

| প্রকাশিতঃ ১১ মে ২০১৮ | ১০:০৩ অপরাহ্ন

ঢাকা: শক্তি দিয়ে জনমত প্রতিহত করা যায় না, মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে তা প্রমাণিত হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, মালয়েশিয়ার দিকে তাকিয়ে দেখুন, দুর্নীতি করলে, গণতন্ত্রের বাইরে চলে গেলে, সব শক্তি দিয়েও জনমতকে প্রতিহত করা যায় না। জনগণের যে বিজয় হয় তা প্রমাণ হয়েছে মালয়েশিয়াতে।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রাজনীতি, সংগ্রাম ও সফলতার ৩৪ বছর শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মিথ্যা মামলায় সাজা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখার সমালোচনা করে তিনি বলেন, তিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে চলেছেন। এ কারণেই রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে কারাগারে আটকে রাখা হয়েছে। সম্ভবত তিনিই একমাত্র ব্যক্তি যাকে হাইকোর্টে জামিন দেয়ার পর, তা স্থগিত করেছে আপিল বিভাগ। এ সময়, অবিলম্বে বেগম জিয়ার মুক্তি দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনকে ধ্বংস করে দেয়া হয়েছে। তারা আজকে নাটক করছে, গাজীপুর নির্বাচন নিয়ে তারা যে কাজ করলো, তা জনগণ বুঝে নিয়েছে। প্রতিদিন খুলনায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এমনকি যারা এজেন্ট হবেন তাদেরও গ্রেফতার করা হচ্ছে। তারপরও খুলনায় আমাদের প্রার্থী বলেছেন, শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন এবং জয়লাভ করবেন।

পরাজয়ের ভয়ে আওয়ামী লীগ খুলনার নির্বাচনি মাঠে নেই দাবি করে তিনি বলেন, এখন মাঠে আছে পুলিশ। আজ এ রাষ্ট্রকে শেখ হাসিনা পুরোপুরি অকার্যকর করে ফেলেছে। আইনশৃঙ্খলা প্রশাসন শেষ হয়ে গেছে। মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। অনেক আছেন যাদের কথা বলতে ও লিখতে দেয়া হচ্ছে না।

এ সময়, দেশবাসীর উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, ভয়াবহ দানব সরকার আমাদের সব কিছু লুটে নিয়ে যাচ্ছে। তাকে পরাজিত করতে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। একইসঙ্গে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

এসআর/একুশে