মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

গিকা চৌধুরীকে উত্তর জেলায় অবাঞ্জিত ঘোষণা

| প্রকাশিতঃ ৩০ মে ২০১৮ | ৯:১৪ অপরাহ্ন

চট্টগ্রাম : মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোটভাই বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে উত্তর জেলায় অবাঞ্জিত ঘোষণা করেছে উত্তর জেলা ছাত্রলীগ।

বুধবার বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের এক প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, ‘গত ২৯ মে ইফতার মাহফিলের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করার উদ্দেশ্যে আয়োজিত ষড়যন্ত্রমূলক সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে। উক্ত কটূক্তির প্রতিবাদে ঘৃণ্য এই রাজাকার পরিবারের সদস্যকে চট্টগ্রাম থেকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।’

এরপর একটি প্রতিবাদ মিছিল নগরের দোস্ত বিল্ডিং থেকে যাত্রা শুরু করে নগরীর নিউ মার্কেট সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে, বিক্ষোভ মিছিল শেষে উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় এবং তানভীর হোসেন চৌধুরী তপুর সভাপতিত্বে এক প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় রেজাউল করিম বলেন, চট্টলায় তাকে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করার জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি আহব্বান জানায়।

প্রতিবাদ মিছিল ও পথসভা শেষে উত্তর জেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীর উপস্থিতিতে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করা হয়।

একুশে/এডি