বাসস: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি শুধু আগামী জাতীয় নির্বাচনের জন্য নয়, তাঁর রাজনীতি হলো পরবর্তী প্রজন্মকে রক্ষা করা।
তিনি বলেন, দেশের তরুন সমাজকে রক্ষা করার জন্য মাদকের বিরুদ্ধে আপোষহীন লড়াই চালিয়ে যেতে হবে। কারণ দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ হিসেবে গড়ে তুলতে হলে তরুন সমাজকে রক্ষা করতে হবে।
কাদের আরো বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার সে লক্ষ্যকে সামনে রেখেই মাদকের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চালিয়ে যাচ্ছে।
তিনি আজ দুপুরে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘ পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়ারনমেন্টাল সায়েন্স অনুষদের ডীন এবং দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এ এম মাকসুদ কামাল।
সেমিনারে মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ
সম্পাদক আব্দুর রহমান এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরিন আহমাদ, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, বিশিষ্ট পরিবেশবিদ ড. আতিক রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজা খাতুন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।