কুড়িগ্রাম: দুর্নীতি ও দুঃশাসনে অতিষ্ঠ হয়ে দেশের মানুষ ক্ষমতার পরিবর্তন চায় বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
আগামী নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে বলেও দাবি করেন তিনি।
শনিবার দুপুরে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় পার্টি আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন এরশাদ।
তিনি বলেন, আমাদের সময় দুর্নীতি ছিল না। আমাদের সময় মাদক ছিল না। আমাদের সুশাসন ছিল। এখন সব ধ্বংস। মানুষ পরিবর্তন চায়। মানুষ জাতীয় পার্টিকে দেখতে চায়। মানুষ সুশাসন চায়। সুশাসন দিতে পারে একমাত্র জাতীয় পার্টি।