ঢাকা: সরকার বেগম জিয়ার বিচার কাজে হস্তক্ষেপ করে তার জামিন আটকে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।’
এ সময় রুহুল কবীর রিজভী আরও বলেন,‘ঈদ একটি প্রধান উৎসব বাংলাদেশে। আমরা বেদনার্ত মন নিয়ে আমাদের ঈদের খুশিকে ভাগ করে নিতে হবে। কারণ জামিন পেলেও পবিত্র ঈদ উল ফিতরের উৎসবে সামিল হতে মুক্তি দেয়া হয়নি। তার পছন্দ মতো হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘রাজনীতিতে যতই বাদানুবাদ থাকুক, দেশের মানুষের প্রত্যাশা ছিল খালেদা জিয়ার পছন্দ মতো তার চিকিৎসার ব্যবস্থা করা হবে, পবিত্র ঈদ উল ফিতরের আগে দেশনেত্রী মুক্তি পাবে। কিন্তু মূল মামলায় জামিন পাওয়ার পরেও সরকার বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে খালেদা জিয়ার কারামুক্তি আটকে দিয়েছে।
‘তার চিকিৎসকরা খালেদা জিয়ার জীবনাশঙ্কার কথা উল্লেখ করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কথা জানালেও সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে পানি ঘোলা করছে।’ যোগ করেন রিজভী।