মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

আওয়ামী লীগের ৬ ওয়ার্ড কমিটি স্থগিত

| প্রকাশিতঃ ২১ জুন ২০১৮ | ১০:৩২ অপরাহ্ন

চট্টগ্রাম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশনামতে নগর আওয়ামী লীগের ছয়টি ওয়ার্ডের দ্বৈত কমিটির কার্যক্রম বৃহস্পতিবার থেকে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

তিনি জানান, চাঁন্দগাও, মোহর, উত্তর পাহাড়তলী, সরাইপাড়া, পশ্চিম বাকলিয়া ও পাথরঘাটা ওয়ার্ডের দ্বৈত কমিটির কার্যক্রম বৃহস্পতিবার থেকে স্থগিতের সিদ্ধান্ত হয়। এসব ওয়ার্ডে এ মাসের মধ্যেই কমিটি দেয়া হবে আলোচনার ভিত্তিতে। এছাড়া একাধিক পদবিধারী নগর আওয়ামী লীগের নেতারা বাকি পদ স্বেচ্ছায় সম্মতিক্রমে প্রত্যাহারের ঘোষণা দেন।

কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল কুমার সরকার ও ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, এম জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, বদিউল আলম, এমএ রশিদ, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, আইন সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, কৃষি সম্পাদক আহমেদুর রহমান ছিদ্দিকী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, মহিলা সম্পাদিকা জোবাইরা নার্গিস খান, মুক্তিযুদ্ধ সম্পাদক দেবাশীষ গুহ বুলবুল, শ্রম সম্পাদক আবদুল আহাদ, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, উপ প্রচার সম্পাদক শহিদুল আলম, উপ দপ্তর সম্পাদক জহর লাল হাজারী প্রমুখ উপস্থিত ছিলেন।