মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

মিছিলের নয়, মেধার রাজনীতি করতে হবে : একুশে পত্রিকা সম্পাদক

| প্রকাশিতঃ ১৩ জুলাই ২০১৮ | ৯:৫০ অপরাহ্ন

চট্টগ্রাম : মিছিল কিংবা পেশিশক্তি নয়, ছাত্রলীগকে মেধার রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার।

শুক্রবার বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে সম্মানীয় অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আজকে যারা ছাত্রলীগ করছেন তাদের অনেকেই জানেন না ছাত্রলীগের জন্ম-ইতিহাস, তারা জানেন না আওয়ামী লীগের জন্ম কখন, তারা হয়তো এও জানেন না মাস্টারদা সূর্যসেন কে, ব্রিটিশবিরোধী আন্দোলনে তাঁর কী ভূমিকা ছিল। আজকে ছাত্রলীগ যারা করেন তাদের জানা-শোনার ঘাটতিতে আমরা কষ্ট পাই। অথচ এই ছাত্রলীগই ছিল বাংলাদেশের সকল প্রগতিশীল আন্দোলনের মূল চালিকাশক্তি, গণতন্ত্রের ভ্যানগার্ড।’

স্লোগান, লোকদেখানো আর পেশিশক্তির রাজনীতির বিপরীতে মেধানির্ভর রাজনীতি চর্চা করে ছাত্রলীগের নেতাকর্মীদের রাজনীতিতে অবদান রাখার আহবান জানিয়ে জ্যেষ্ঠ এ সাংবাদিক বলেন, ‘ছাত্রলীগের অভ্যন্তরে শুদ্ধ ও মেধাচর্চার কোনো বিকল্প নেই। এজন্য নিয়মিতভাবে রাজনৈতিক নেতৃত্ব তৈরির প্রশিক্ষণ, বিতর্ক, সৃজনশীল কর্মকাণ্ডের অনুশীলন আজ জরুরি হয়ে পড়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা মেধার রাজনীতিতে ব্রতী হলে আওয়ামী লীগকে পরাজিত করার শক্তি কারো নেই।’

ছাত্রলীগের আজকের গণজাগরণ প্রসঙ্গে রাঙ্গুনিয়ায় ছাত্রলীগ তথা প্রগতিশীল শক্তির দুঃসময়ের স্মৃতিচারণ করে একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার বলেন, আজকে যেখানে ছাত্রলীগের সম্মেলন হচ্ছে ‘৯০ দশকের গোড়ার দিকে এখানে স্বাধীনতাবিরোধী মৌলবাদি শক্তির আস্ফালন ছিল চোখে পড়ার মতো। তাদের বিপরীতে ছাত্রলীগের রাজনীতি করার মানুষের সংখ্যা ছিল হাতেগোনা। জীবনের ঝুঁকি নিয়ে যারা ছাত্রলীগ করতেন তারা বৈষয়িক ছিলেন না। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে সেটিও তাদের ভাবনায় ছিল না কখনো। দলের জন্য, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে নিঃস্বার্থভাবে নিজের সর্বোচ্চ বিলিয়ে দিয়ে রাজনীতি করেছেন তারা।

তিনি বলেন, সেই মৌলবাদি শক্তির দুর্গে আজকে ছাত্রলীগের গণজোয়ার, উর্বর সময়। অনুকূল পরিবেশে অনেকেই আজ ছাত্রলীগ করতে আসছেন। কিন্তু দলের দুর্দিন-দুঃসময়ে তারা কতটা কাছে থাকবেন সেটাই বড় কথা।

এ প্রসঙ্গে রাঙ্গুনিয়ার সন্তান ড. হাছান মাহমুদের অবদান স্মরণ করে আজাদ তালুকদার বলেন, ‘একজন হাছান মাহমুদের জন্ম না হলে রাঙ্গুনিয়ায় আওয়ামী রাজনীতির এই স্বর্ণযুগ কখনো তৈরি হতো না। রাগুনিয়ার মাটি থেকে চিরতরে মৌলবাদি শক্তিকে উৎখাত করতে এবং আধুনিক রাংগুনিয়ার অগ্রযাত্রা চলমান রাখতে ড. হাছান মাহমুদকে আগামী নির্বাচনে পুনরায় সংসদে পাঠাতে ছাত্রলীগ নেতাকর্মীদের যূথবদ্ধ হওয়ার আহ্বান জানাই আজকের এই সম্মেলনে। তখনই আজকের এই আয়োজন সফল ও স্বার্থক হবো।’- বলেন আজাদ তালুকদার।

পদুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাদেক নুরের সঞ্চালনায় ও সভাপতি মুন্না আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, রাগুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম চৌধুরী (প্রাক্তন চেয়ারম্যান), সাধারণ সম্পাদক আবু জাফর (প্রাক্তন চেয়ারম্যান), উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য নজরুল ইসলাম তালুকদার (চেয়ারম্যান), যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ ফরিদ (চেয়ারম্যান), উত্তর জেলা ছাত্রলীগের সদ্যগত সাধারণ সম্পাদক আবু তৈয়ব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার বাদশা, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, মাস্টার রফিক, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, ছাত্রলীগ নেতা নাসিম উদ্দিন, রাসেল রাসু প্রমুখ।

একুশে/এসআর/এটি