.আলম দিদার : নগর আওয়ামী লীগের সাত ওয়ার্ডে বিদ্যমান দ্বৈত কমিটি ভেঙে নতুন করে একক কমিটি গঠন করেছে নগর আওয়ামী লীগ।
শুক্রবার রাতে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দিন এসব কমিটির অনুমোদন দেন। প্রত্যেক ওয়ার্ডে একজনকে আহ্বায়ক ও তিন জনকে যুগ্ম আহ্বায়ক করে এবং ৪৭ জনকে সদস্য করে মোট ৫১ সদ্যসের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওয়ার্ডগুলো হলো-৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ড, ৫ নম্বর মোহরা ওয়ার্ড, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড, ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড, ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ড।
৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডে নুর মোহাম্মদ নুরুকে আহ্বায়ক করে অ্যাডভোকেট আইয়ূব খান, নিয়াজ উদ্দিন নিজু ও কাউন্সিলর সাইফুদ্দীন খালেদকে যুগ্ম আহব্বায়ক করা হয়েছে।
মোহরা ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ রফিকুল আলমকে আহ্বায়ক করে নাজিম উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন ও খালেদ হোসেন খান মাসুকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে এস এম আলমগীরকে আহ্বায়ক করে সৈয়দ সরোয়ার মোর্শেদ কচি, জহিরুল আলম জসিম ও এমরান মামুনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে মো. নুরুল আমিনকে আহ্বায়ক করে সা্বের আহম্মদ সওদাগর, মোহাম্মদ শওকত আলী ও লুৎফুল হক মুন্সীকে আহ্বায়ক করা হয়েছে।
১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে মো. ইউনুস কোম্পানীকে আহ্বায়ক করে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে-আলী নেওয়াজ, মোহাম্মদ মুসা ও এম আকবর আলী আকাশকে।
৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে আবু মোহাম্মদ আবসার উদ্দিনকে আহ্বায়ক করে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে-ফজলে আজিজ বাবুল, আসফাক আহম্মদ ও আনিসুর রহমান ইমনকে।
৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডে ইসকান্দর মিয়াকে আহ্বায়ক করে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে-সাইফুল আলম চৌধুরী, মোরশেদ আলী ও নুর নবী লিটনকে।
এর আগে গত ২৭ জুন বিশেষ বর্ধিত সভায় নগর আওয়ামী লীগের সাতটি ওয়ার্ডের দ্বৈত কমিটি ভাঙার নির্দেশ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। পাশাপাশি যেসব ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদক মারা গেছেন, সেই পদগুলো পূরণেরও নির্দেশ দেন।
একুশে/এডি