মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

অামি দুর্নীতি করিনি, এটাই আমার সাফল্য : মেয়র

| প্রকাশিতঃ ৩০ জুলাই ২০১৮ | ১:১৪ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, তিন বছর মেয়র হিসেবে দায়িত্ব পালনে নগরবাসীর নানা অভিযোগ থাকলেও সাফল্য কী সেই প্রশ্নের জবাবে বলবো, অামি কোনো অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি করিনি। আর সেটাই এই তিন বছরে আমার সাফল্য।

সোমবার নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মেয়র। মেয়র হিসেবে তিন বছর পূর্তি উপলক্ষে সিটি করপোরেশন এই সুধী সমাবেশের আয়োজন করে।

মেয়র বলেন, ‘আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, মেয়রের দায়িত্ব পালনে তিন বছরে কোনো অনিয়ম দুর্নীতি করিনি। নানা সীমাবদ্ধতার মাঝেও রেকর্ড পরিমাণ উন্নয়ন করেছি। উন্নয়ন কাজ করতে গিয়ে বিন্দু পরিমাণ অনিয়ম-দুর্নীতির খবর কেউ প্রকাশ করতে পারবে না।’

সরকারের বিভিন্ন উন্নয়নপ্রকল্প চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘উন্নয়নের প্রসববেদনা সহ্য করতে হবে দীর্ঘ মেয়াদী সুফল ভোগ করার জন্য। সাময়িক অসুবিধা হলেও পরবর্তীতে আপনারা এর সুফল পাবেন আশা করি।’

এসময় জনদুভোর্গের বিষয়টি বারবার গণমাধ্যমে প্রকাশ না করে জনদুর্ভোগ লাগবে সুচিন্তিত মতামত ও পরামর্শ দেয়ার জন্যও সাংবাদিকদের অাহ্বান জানান মেয়র।

সুধী সমাবেশে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উধ্বর্তন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রেণীপেশা ও সিনিয়র নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

একুশে/এডি/এটি