মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

‘শিক্ষার্থীদের আন্দোলন ভিন্নখাতে নিতে বিএনপিকে জড়ানো হচ্ছে’

| প্রকাশিতঃ ৫ অগাস্ট ২০১৮ | ৫:১১ অপরাহ্ন

ঢাকা: শিক্ষার্থীদের আন্দোলন ভিন্নখাতে নিতেই সরকার কৌশলে বিএনপিকে জড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, জনগণের ঐক্যবদ্ধ প্রয়াসেই সরাতে হবে এই সরকারকে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শিক্ষার্থীদের এই আন্দোলন পুরো যৌক্তিক। যৌক্তিকতার জন্য শিক্ষার্থীদের সবাই সমর্থন করেছে। এটাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য সরকার নতুন চক্রান্ত শুরু করেছে। বিএনপিকে সন্ত্রাসী বানানোর চেষ্টা চলছে। বর্তমান সরকারের কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সকলের ওপর চেপে থাকা এই পাথর সরাতে ঐক্যবদ্ধ হতে হবে।’