মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

‘কোমলমতিরা ঘরে ফিরলেও ষড়যন্ত্রকারীরা থেমে নেই’

| প্রকাশিতঃ ১৭ অগাস্ট ২০১৮ | ১০:৫৫ অপরাহ্ন

ঢাকা : কোমলমতি শিক্ষার্থীরা ঘরে ফিরে গেলেও ষড়যন্ত্রকারীরা থেমে নেই বলে মন্তব্য করে বাংলাদেশ অাওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোমলমতি শিক্ষার্থীদের সমস্ত দাবী মেনে নেওয়ায় তারা(কোমলমতি শিক্ষার্থীরা) ঘরে ফিরে গেছে। কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বিএনপি জামাত এবং ১/১১ কুশিলবরা ষড়যন্ত্র করে যে অপ-রাজনীতি করতে চেয়েছিল তারা কিন্তু থেমে নেই।

শুক্রবার (১৭ অাগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ আয়োজিত ‘২০০৫ সালের ১৭ই আগস্ট সিরিজ বোমা হামলাকারী বিএনপি জামাত স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু’ শীর্ষক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, জঙ্গীগোষ্ঠী অবদমিত হলেও জঙ্গীদের অাশ্রয় এবং প্রশ্রয়দাতারা এখনো সক্রিয় আছে। জঙ্গীদের অাশ্রয় এবং প্রশ্রয়দাতা কারা? এই বিএনপি এবং বিএনপি নেতৃত্বাধীন জোট। তারা জঙ্গীদের অাশ্রয় প-রশ্রয় দিয়ে বিভিন্ন জায়গায় বোমা ফাটিয়ে অাত্মঘাতি বোমা হামলাকারীদের ঢুকিয়ে দেশে বিশেষ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল। কিন্তু সফল হয় নাই। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বর্তমান সরকার তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করেছেন এবং তাদের অবদমিত করা হয়েছে। সম্পূর্ণভাবেই অবদমিত করা যেত যদি বিএনপি জামাত তাদের আশ্রয়-প্রশ্রয় না দিতো। এরপর তারা(বিএনপি জামাত) অন্যদের অান্দোলনকে পরগাছার মতো আটকে ধরে থাকার চেষ্টা করেছে। প্রথমে তারা তেলগ্যাস কমিটি এরপর কোঠা আন্দোলন আর সর্বশেষ আমাদের কোমলমতি ছাত্রদের নিরাপদ সড়কের দাবিতে করা আন্দোলনে মিশে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বরাবরের মতো ব্যার্থ হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যার্থ হয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধচারিরা, স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। আজকেও বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে তার বিরুদ্ধচারীরা এবং রাজনৈতিক প্রতিপক্ষরা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যার্থ হয়ে বঙ্গবন্ধুকে যেভাবে দৃশ্যপট থেকে সরিয়ে দিয়েছিল ঠিক একি কায়দায় তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং চেষ্টা করছে মাননীয় প্রধানমন্ত্রীকেও দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার।

আওয়ামী লীগের সমস্ত পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে ড. হাছান মাহমুদ বলেন, তারা রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নাই। তাই সবাইকে সজাগ দৃষ্টি রাখার পাশাপাশি ষড়যন্ত্রের বিষদাঁত উপড়ে দিতে হবে।

বাংলাদেশ অাওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা কাউছারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপিসহ বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের মহানগর, থানা এবং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি