মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

রাজশাহীতে বিএনপি কার্যালয়ে তালা দিল ছাত্রদল

| প্রকাশিতঃ ২৬ অগাস্ট ২০১৮ | ৩:২৬ অপরাহ্ন

রাজশাহী ; রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে ছাত্রদলের নতুন কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা তালা দিয়েছে। ছয়টি থানা ও তিনটি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করাকে কেন্দ্র করে বিএনপির কার্যালয়ে তালা দেয় পদবঞ্চিত নেতাকর্মীরা। অবিলম্বে কমিটিগুলো বিলুপ্ত করা না হলে বিএনপির থানা কার্যালগুলোত ও পর্যায়ক্রমে ওয়ার্ড কার্যালয়েও তালা দেয়ার ঘোষনা দিয়েছে নেতাকর্মীরা।

রবিবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে দলীয় কার্যালয়ে তালা লাগানো হয়।

এর আগে শনিবার মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নগরীর বোয়ালিয়া, রাজপাড়া, মতিহার, শাহমখদুম, কাশিয়াডাঙ্গা ও চন্দ্রিমা থানা এবং রাজশাহী কলেজ, সিটি কলেজ এবং নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি গঠনের কথা জানানো হয়।

এ সময় মহনগর ছাত্রদলের সহ-সভাপতি আরিফুজ্জামান সাংবাদিকদের বলেন, কাউকে না জানিয়ে ছয়টি থানা ও তিনটি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির বিষয়ে মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনও কিছু জানেন না। এর প্রতিবাদেই তারা দলীয় কার্যালয়ে তালা দিয়েছেন।

আরিফুজ্জামান আরো বলেন, অবিলম্বে কমিটিগুলো বিলুপ্ত করা না হলে বিএনপির থানা কার্যালগুলোতেও তালা দেয়া হবে। পর্যায়ক্রমে ওয়ার্ড কার্যালয়েও তালা ঝুলবে। কমিটিগুলোতে যাদের পদ দেয়া হয়েছে তারা অযোগ্য।

মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি বলেন, পদ না পেলে বঞ্চিতরা এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়েই থাকেন। কিন্তু যারা যোগ্য তাদেরকেই কমিটিতে স্থান দেয়া হয়েছে।

একুশে/এসএইচ/এটি