চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ার এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত আবু বক্করের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন আদালত।
বুধবার চট্টগ্রামের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল চট্টগ্রাম ৪-এর বিচারক মোস্তাক আহমেদ এই আদেশ দিয়েছেন বলে জানান নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১৮ ডিসেম্বর রাত ৯ টায় সাতকানিয়া ২০ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে ভয় দেখিয়ে পুকুর ঘাটে যাওয়া-আসার পথে আবু বক্কর নামের এক গাড়ি চালক ধর্ষণ করেন। পরে তরুণীটি অন্তসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় গত ১ এপ্রিল ভুক্তভোগীর মামা ফরিদুল আলম বাদী হয়ে আদালতে মামলা করেন। আদালত তা তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়।