শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চার্জার লাইট থেকে ১২টি বার উদ্ধার

| প্রকাশিতঃ ৪ সেপ্টেম্বর ২০১৮ | ৩:২৪ অপরাহ্ন

চট্টগ্রাম: স্বর্ণ পাচারে নতুন কৌশল অবলম্বন করছে স্বর্ণ চোরা চালান ব্যবসায়ীরা। মালামালসহ আটকের পর যেন কিছুতেই থামছেনা স্বর্ণ চোরাচালান ব্যবসায়ীরা। দিনের পর দিন বেছে নিচ্ছে নিত্য নতুন কৌশল । পাচারকারিরা এমন কৌশল অবলম্বন করছে যা সম্দেহের আড়ালেই থেকে যায়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে দোহা থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইটের এক যাত্রীর কার্টনে চার্জলাইটের ব্যাটারির খালি জায়গাতে অভিনব কায়দায় পাচার হওয়া বারোটি স্বর্ণের বার উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা। এসময় ঐ কার্টনের কোন জামিনদার খুঁজে পাননি কাস্টমস কর্মকর্তারা ।

কাস্টমস জানায়, স্ক্যানিংয়ের সময় একটি কার্টনে সন্দেহজনক কিছু ধরা পড়ে। এরপর কার্টনটি লাউঞ্জে এনে অপেক্ষা এর মালিকের জন্য অপেক্ষা করা হয়। অপেক্ষারত অবস্থায় কেউই কার্টনের মালিক বলে দাবি করেননি। পরে কার্টনটি খুলে চার্জার লাইটের ব্যাাটারির খালি জায়গা হতে বারোটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. মাহবুবুর রহমান জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়িয়েছিলাম। স্ক্যানিংয়ের সময় একটি কার্টন সন্দেহ হয়। তবে সন্দেহ কার্টনটির মালিকানা পাওয়া যায়নি। মালিক না পাওয়ায় কার্টনটি খোলা হলে কার্টনের ভেতর চার্জ লাইট পাওয়া যায়। ওই লাইটের ব্যাটারির জায়গায়তে অভিনব কায়দায় স্বর্ণের বারগুলো লুকানো অবস্থায় ছিল। লুকানো বারগুলোর ওজন প্রায় ১ কেজি ৫১৭ গ্রাম।

একুশে/এসএইচ