মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

শপথ নিচ্ছেন মেয়র আরিফুল হক

| প্রকাশিতঃ ৪ সেপ্টেম্বর ২০১৮ | ৭:১৯ অপরাহ্ন


সিলেট : দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হ্ওয়া বিএনপি’র মনোনীত প্রার্থী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বুধবার শপথ নেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

জানা গেছে . শপথ গ্রহণ শেষে মেয়র আরিফুল হক চৌধুরী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতৃবৃন্দকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘নগরবাসীর অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন তাকে পুনরায় নগরবাসীর সেবক হিসেব শপথ গ্রহণ করার সুযোগ করে দিয়েছে।’

একই স্থানে সিসিক নির্বাচনে নির্বাচিত ২৭ কাউন্সিলর ও ৯ সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

গত ১১ আগস্ট আরিফুল হক চৌধুরী দ্বিতীয় মেয়াদে মেয়র পদে নির্বাচিত হয়েছেন ।

একুশে/এসএইচ