মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

জমজম কূপের পানি ও গোলাপ জলে ধৌত পবিত্র কাবা

| প্রকাশিতঃ ২৫ সেপ্টেম্বর ২০১৮ | ৪:৫৭ অপরাহ্ন

সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম বা কাবা শরিফ ধোয়ার কাজ তত্ত্বাবধান করছেন মক্কার গভর্নর যুবরাজ খালিদ আল-ফয়সাল।

মঙ্গলবার থেকে সৌদি বাদশা সালমানের পক্ষে তিনি এই কার্যক্রম শুরু করেন। খবর আরব নিউজের।

এই সময় যুবরাজ খালিদের সঙ্গে ছিলেন পবিত্র কাবার ইমাম আব্দুল রহমান আল-সুদাইস, বিশেষ জরুরি বাহিনীর প্রধান এবং হজ নিরাপত্তা বাহিনীর কমান্ডার।

পবিত্র কাবা শরিফের ভেতর থেকে জমজম কূপের পানির সঙ্গে গোলাপ জল মিশিয়ে ধৌত করা হয়েছে। পরে কাপড় দিয়ে মুছে দেয়া হয়।

কাবার ধৌত করার কাজ সমাপ্তির পর পবিত্র কাবা শরিফ ঘুরে দেখেন যুবরাজ খালিদ আল-ফয়সাল।