আন্তর্জাতিক ডেস্ক : নরওয়ের নোবেল কমিটি শুক্রবার এক সংবাদ সম্মেলনে চলতি বছরের পুরস্কারজয়ী হিসেবে দুজনের নাম ঘোষণা করে। তারা হলেন-কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েগে ও ইয়াজিদি অধিকারকর্মী নাদিয়া মুরাদ।
পুরস্কার হিসেবে একটি করে সোনার মেডেল পাবেন মুকওয়েগে এবং নাদিয়া মুরাদ। সেই সঙ্গে পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার তারা ভাগ করে নেবেন।
যুদ্ধাস্ত্র হিসেবে ধর্ষণ বন্ধের চেষ্টার স্বীকৃতিতে কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েগে এবং ইয়াজিদি অধিকারকর্মী নাদিয়া মুরাদ পেলেন নোবেল শান্তি পুরস্কার। আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার চেষ্টার স্বীকৃতি হিসেবে গতবছর ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপনসকে (আইসিএএন) শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।
একুশে/এসসি