সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চবিতে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে বিক্ষোভ, অবরোধ

| প্রকাশিতঃ ৭ অক্টোবর ২০১৮ | ৫:৩৭ অপরাহ্ন

চবি প্রতিনিধি : মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মুক্তিযোদ্ধা সন্তানরা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

রবিবার (৭ অক্টোবর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট এলাকায় ‘মুক্তিযোদ্ধা মঞ্চ’-এর ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বেলা ১২টা থেকে শুরু হয়ে এই অবরোধ চলে প্রায় ৪৫ মিনিট। এসময় বিশ্ববিদ্যালয়ের এক নম্বার গেইট এলাকায় হাটহাজারী সড়কের সকল যানচলাচল বন্ধ হয়ে যায়। তবে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স চলাচলে কোনো বাধা ছিলো না।

আন্দোলনকারীরা টায়ার ও বোতল জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। পরে চবি প্রক্টর আলী আজগর চৌধুরী এবং হাটহাজারী থানার এএসপির আহ্বানে আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

ছাত্রলীগ নেতা রাশেদুল জামান শুভ’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফাত হাসান এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী সরওয়ারসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা সন্তান।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করেছে আর আমরা তাদেরই সন্তান। আমাদের রক্তে যোদ্ধার রক্ত বইছে। রাজপথ থেকে আমরা জামায়াত শিবিরকে শতভাগ অপসরণ করবো। এই স্বাধীন বাংলায় কোনো জামায়াত শিবিরের স্থান নেই।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মমতাময়ী মা’ উল্লেখ করে তারা বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি সরকারের প্রথম ও দ্বিতীয় শ্রেণীসহ সকল ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের ৩০% কোটা বহাল থাকতে হবে। এসময় অবরোধকারীরা বিভিন্ন ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল করে এবং মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষার জন্য বিশেষ আইনের দাবিও জানান।

একুশে/আইএস/এসসি/এটি