মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

বাহরাইনে ভবন ধসে বাংলাদেশিসহ ২০ জন আহত

| প্রকাশিতঃ ১০ অক্টোবর ২০১৮ | ১০:৫৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক : বাহরাইনের রাজধানী মানামার পাশের সালমানিয়া এলাকায় আন্দরা গলিতে ৪ তলা ১টি ভবন ধসে পড়েছে।

বাংলাদেশ সময় আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

ভবনটিতে বিদেশি শ্রমিক থাকতো বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। প্রাথমিক তথ্যের বরাত দিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টুইট বার্তায় জানানো হয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই ধসে পড়েছে ভবনটি।

আহতের অবস্থা সম্পর্কে বিস্তারিত না জানানো হলেও বাহরাইনের পুলিশ বলছে, তাদের কারও কারও অবস্থা গুরুতর আবার কেউ কেউ মাঝারি ধরনের আহত হয়েছেন। ভবন ধসের পর ৬০ জন উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সালমানিয়া এলাকার একটি পুরনো ভবন ধসে পড়েছে। দ্বিতল ওই ভবনটিতে বিদেশি শ্রমিকেরা বসবাস করতো বলে সংবাদমাধ্যমের খবরে জানানো হয়।

বাহরাইনের প্রধানমন্ত্রী, প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফা এই ঘটনার উপর নজর রাখছেন এবং আহতদের চিকিৎসা দেওয়ার জন্য বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে বিভিন্ন দক্ষতা অন্তর্ভুক্ত সমন্বিত স্বাস্থ্য সংস্থা গঠনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

মধ্যপ্রাচ্যের ছোট দেশ বাহরাইনে এক লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করেন।