মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

বিটিসিএলের তিনজন কারাগারে

| প্রকাশিতঃ ১৮ অগাস্ট ২০১৬ | ৬:৩২ অপরাহ্ন

Chittagong_jailচট্টগ্রাম: চট্টগ্রামে ঘুষ নেয়ার সময় দুদকের অভিযানে গ্রেফতার হওয়া বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (বিটিসিএল) তিনজনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী এ আদেশ দেন।

বিটিসিএলের তিনজন হলেন- বিভাগীয় প্রকৌশলী (আভ্যন্তরীণ) প্রদীপ দাশ, বিটিসিএলের প্রধান সহকারী গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর হুমায়ুন কবির।

দুর্নীতি দমন কমিশনের পিপি অ্যাডভোকেট হাবিবুর রহমান আজাদ বলেন, বিটিসিএলের তিনজনের পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি চলাকালে আসামিদের জামিনের বিরোধিতা করা হয়। এরপর শুনানি শেষে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত বুধবার বিটিসিএল’র নন্দনকানন কার্যালয়ে অভিযান চালায় দুদক। এসময় বিটিসিএল’র অবসরপ্রাপ্ত উপ সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুক্তিযোদ্ধা আবুল কাশেম ভ’ঁইয়ার কাছ থেকে ঘুষের ২০ হাজার টাকা নেওয়ার সময় গিয়াস উদ্দিন ও হুমায়ুন কবিরকে গ্রেফতার করে দুদক। এসময় দুই লাখ ৩৪ হাজার নগদ টাকা, ৮৫ লাখ টাকার সঞ্চয়পত্র ও ২ লাখ টাকার এফডিআরের কাগজপত্র জব্দ করা হয়। এরপর প্রদীপ দাশকেও গ্রেফতার করা হয়।