শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

এক ছাদের নিচে বিয়ের সব পসরা

| প্রকাশিতঃ ২২ অক্টোবর ২০১৮ | ১০:২১ অপরাহ্ন

চট্টগ্রাম : বিয়ে মানেই কেবল দুটি জীবনের বন্ধন নয়। থাকে নানা আনুষ্ঠানিকতাও। নাগরিক জীবনের ব্যস্ততার ভিড়ে সেসব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে নানা বেগ পেতে হয়। বর ও কনে দুই পরিবারকেই পোহাতে হয় নানা ঝক্কিঝামেলা। এসব ঝামেলার অবসান করতে চট্টগ্রামে তৃতীয় বারের মত শুরু হতে যাচ্ছে গ্র্যান্ড ওয়েডিং এক্সপো।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) থেকে একই ছাদের নিচে বিয়ের সব উপাদান নিয়ে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে তিন দিনব্যাপি এই আয়োজন শুরু হচ্ছে। যেটি চলবে ২৭ অক্টোবর (শনিবার) পর্যন্ত।

ইভেন্ট ম্যানেজমেন্ট, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মেকআপ, বর-কনের জমকালো পোশাক, মধুচন্দ্রিমার প্যাকেজ, নবদম্পতির ঘর সাজানোর আসবাবপত্র সবই থাকছে এই এক্সপোতে।

সোমবার (২২ অক্টোবর) বিকেলে হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গ্র্যান্ড এক্সপোর মূল আয়োজক রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ। পুরো আয়োজন তত্ত্বাবধান করবে ভায়োলেট ইনকরপোরেশনের।

সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে গ্র্যান্ড এক্সপো তৃতীয় আসরের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেডিসনের মহাব্যবস্থাপক রবিন এডওয়ার্ডস। এতে ৫৫টি বিবাহ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নিবে। প্রতিদিন সকাল সাড়ে ১০ টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত দর্শনার্থীরা ৫০ টাকা টিকেটের বিনিমিয়ে এক্সপোতে প্রবেশ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন রেডিসনের মহাব্যবস্থাপক রবিন এডওয়ার্ডস। এছাড়া আরো বক্তব্য রাখেন রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আখতারুজ্জামান, স্পন্সর প্রতিষ্ঠান ডায়মন্ড সিমেন্টের ব্যবস্থাপক মো. আমান উল্লাহ চৌধুরী, পিটুপি ফ্যামিলির পরিচালক সাদমান সাফা শেফা, এমঅ্যান্ডএমের মানজুমা মোরশেদ, হাবিব তাজকিরাসের রুম্মান আহমেদ ও ভায়োলেট ইনকরপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবিএম খালেদ মাহমুদ।

সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আখতারুজ্জামান বলেন, গাড়ি সাজানো, ভেন্যু ঠিক করা, রান্নাবান্না থেকে শুরু করে বিয়ের সব কাজ একসময় নিজেকে করতে হতো। এখন ওয়েডিং শিল্প দাঁড়িয়ে গেছে। এর ফলে বর-কনের পরিবার কিছুটা স্বস্তি পাচ্ছেন। আশাকরি, ওয়েডিং এক্সপো আগের দুই বছরের চেয়ে এবার আরও বেশি জাঁকজমকপূর্ণ হবে।

সাদমান সায়ফা শেফা বলেন, বিয়ের পরিকল্পনাকে পরিপূর্ণতা দিতে কাজ করছে পিটুপি ফ্যামিলি। নিউক্লিয়ার ফ্যামিলির চাহিদা অনুযায়ী আমরা অত্যাধুনিক আসবাবপত্র সরবরাহ করছি। বিয়ে ভাঙন ও যৌতুকপ্রথা বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।

একুশে/আরএইচ/এসসি/এটি