মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

কালুরঘাটে সেতুর দাবিতে মানুষের ঢল

| প্রকাশিতঃ ১৯ অগাস্ট ২০১৬ | ৪:৩৩ অপরাহ্ন

14030932_663760283776139_1925216846_nচট্টগ্রাম: কর্ণফুলী নদীর উপর বোয়ালখালী-কালুরঘাট অংশে নতুন সেতু বাস্তবায়নের দাবিতে আয়োজিত মানববন্ধনে মনুষের ঢল নেমেছে।

শুক্রবার বিকেল ৩টা থেকে কালুরঘাট ব্রিজের পূর্ব পাড় থেকে আরাকান সড়কের অন্তত ৫ কিলোমিটার এলাকাজুড়ে মানুষের অবস্থান চোখে পড়েছে।

কর্মসূচীর আয়োজকরা জানান, মহাজোট সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতু নির্মাণে ঘোষণা দিয়েছিলেন। ২০১০ সালের ৮ সেপ্টেম্বর তৃতীয় কর্ণফুলী সেতুর (শাহ আমানত সেতু) উদ্বোধন শেষে চট্টগ্রামের পটিয়ার শিকলবাহা এলাকায় জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় কালুরঘাটে নতুন সেতু নির্মাণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছিলেন তিনি।

14089530_663760267109474_976647166_nতারা আরো জানান, এ সেতুটি নির্মিত হলে পর্যটন নগরী কক্সবাজার, টেকনাফ ও পার্বত্য জেলা বান্দরবানসহ দক্ষিণ চট্টগ্রামের ১৭ সড়কে যানবাহনের চাপ ও যানজট নিরসনে বিশেষ ভূমিকা রাখবে। এছাড়া বোয়ালখালীসহ দক্ষিণ চট্টগ্রামে অর্থনীতির দ্বার খুলবে। গড়ে উঠবে শিল্প-কারখানা। চট্টগ্রাম শহরের নিকটবর্তী উপজেলা হয়েও একমাত্র কালুরঘাটের একমূখী সেতুর কারণে পিছিয়ে পড়েছে এতদাঞ্চলের জনসাধারণ।

সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর ঘোষণার দ্রুত বাস্তবায়ন দাবীতে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হচ্ছে বলেও জানান শান্তিপূর্ণ আন্দোলনকারীরা।