রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

পাকিস্তানকে ১৮ গোল দিল ভারত

| প্রকাশিতঃ ২৫ অক্টোবর ২০১৮ | ১২:১৯ পূর্বাহ্ন

ভারত: পাকিস্তানকে পেয়ে গুণে গুণে ১৮ গোলই দিল ভারতীয় মেয়েরা।

এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়ার ম্যাচে ভারতীয় মেয়েদের মুখোমুখি হয় পাকিস্তানের মেয়েরা।

নব্বই মিনিট কার্যত ভারতীয় ফরোয়ার্ডদের দাপটে রক্ষণভাগ সামাল দিয়েছে পাকিস্তান। তবে তাতে কাজ হয়নি। ভারতের পাপকি, রোজা, রেনুরা একের পর এক গোল দিয়ে চললেন।

চির-প্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই। বহু পুরনো যুদ্ধ। ক্রিকেট, ফুটবল, হকি, বাস্কেটবল- যেখানেই হোক না কেন, ভারত-পাক লড়াই মানে আলাদা একটা উত্তেজনা।

এদিন, মেয়েদের ফুটবল ম্যাচ ঘিরেও তাই সমান উত্সাহ ছিল ফুটবল মহলে। তবে অনেকেই এই ম্যাচে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই আশা করেছিলেন। কিন্তু তেমনটা হল না। উল্টে ম্যাচটা হয়ে গেল একপেশে। ভারতীয় মেয়েরা এককালীন দাপট নিয়ে খেলেন গেলেন। ম্যাচ শেষ হয় ১৮-০ তে।