মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে চার হাজার জালনোটসহ যুবক গ্রেফতার

| প্রকাশিতঃ ১৯ অগাস্ট ২০১৬ | ৬:২৯ অপরাহ্ন

arrest Handcuffsচট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া থেকে চার হাজার টাকার জাল নোটসহ আজিজুল হক আজিম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পটিয়ার মনসা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আজিম কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ালানা গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে।

পুলিশ সূত্র জানায়, আজিমকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যে কক্সবাজারের রামু থেকে একটি ফটোকপিয়ার মেশিন ও একটি প্রিন্টার জব্দ করা হয়েছে। আজিমের কাছ থেকে ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের চার হাজার টাকার জালনোট পাওয়া গেছে।

এ উপলক্ষে চট্টগ্রামের পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পুলিশ সুপার নুরেআলম মিনা বলেন, কোরবানির ঈদে সবচেয়ে বেশি নগদ টাকাপয়সা লেনদেন হয়। এই সুযোগে জাল টাকা ছড়িয়ে দিতে সক্রিয় থাকে কিছু চক্র। আজিমের মাধ্যমে কোরবানির গরুর বাজারে অনেক লোক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল।

গ্রেফতার আজিম সাংবাদিকদের সামনে পুলিশ সুপারকে বলেন, স্যার, এটা আমার পেশা না। শখ করে জাল টাকা বানিয়েছি। আমি ভুল করেছি।

এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভ’ঁইয়া, পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ প্রমুখ।