রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

শেষ ম্যাচে ‘এক্সপেরিমেন্ট’ করতে চায় বাংলাদেশ!

| প্রকাশিতঃ ২৫ অক্টোবর ২০১৮ | ৭:১৭ অপরাহ্ন

রাকীব হামিদ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকেঃ জিম্বাবুয়ের-বাংলাদেশ চলতি ওয়ানডে সিরিজ আর বাকী একটি ম্যাচ। ইতোমধ্যে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে জয় নিয়ে লক্ষ্য ওয়াইট ওয়াশ। তবে ভাবনায় শেষ ম্যাচটি এক্সপেরিমেন্ট করতে চায় বাংলাদেশ।

বৃহস্পতিবার বাংলাদেশ দলের অনুশীলনে দেখে এমন আভাসও পাওয়া গেছে। পাশাপাশি প্রধান নির্বাচক ও অধিনায়ক এক্সপেরিমেন্টের কথা বলেছেন। এদিন দুপুর সাড়ে ১২টার পর বাংলাদেশ টিম সাগরিকায় অবস্থিত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসে। তবে অনুশীলনে পুরো টিম না আসলেও, গত দুই ম্যাচ যারা সুযোগ পান নি তাদেরই দেখা যায়৷ আবু হায়দার রনি, রুবেল হোসেন, আরিফুল হক ও নাজমুল ইসলাম শান্ত ছিলেন এই অনুশীলনে। এছাড়া গতকালই খুলনা থেকে দলের সাথে যোগ দেয়া সৌম্য সরকারও ছিলেন।

এই পাঁচ ক্রিকেটার বিকেল ৩টা পর্যন্ত নেটে ঘাম জড়িয়েছেন। নেটে ব্যাটিং অনুশীলনের সময় বাংলাদেশ দলের কোচকে বিশেষ নজর দিতে দেখা যায় সৌম্য সরকার কে। খুঁটিনাটি ভুল গুলো ধরিয়ে দিচ্ছিলেন রীতিমত। শুধু ব্যাটিং নয়, বোলিংও করেছে সৌম্য। জাতীয় দলে ভালো ফর্মে থাকা পেসার রুবেল হোসেনও ফুল স্পীডে নেটে বল করেছেন। অলরাউন্ডার আরিফুলের মতো অন্যরা এদিন কঠোর অনুশীলন করেছেন। তবে শেষ দিকে মাঠের বাম দিকের নেটে শান্তকে ‘স্পেশাল ট্রিটমেন্ট’ দিতে দেখা যায় টাইগারদের প্রধান কোচ স্টিভ রোডস কে৷

এই পাঁচ জনকে দিয়েই যে কাল বাংলাদেশ দলে এক্সিপেরিমেন্ট হবে অনুশীলনের চিত্রই তা বলে দেয়। শুধু তাই নয় অনুশীলনের শেষ দিকে মাঠের মাঝখানে প্রধান কোচ ও প্রধান নির্বাচকদের এই পাঁচ জনকে নিয়ে শলা পরামর্শ করতে দেখা যায়। ‘এক্সিপেরিমেন্ট’ যে নিশ্চিতভাবেই হবে অনুশীলনের শেষে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও সে কথা বলেন। তৃতীয় ম্যাচে কিছু পরিবর্তন হবে বলে জানান।

তিনি বলেন, যারা খেলতে পারেন নি তাদেরকে খেলানোর একটি সুযোগ আছে। দলে তৃতীয় ম্যাচে একাদশে পরিবর্তন হবে। তবে সেটা টপ অর্ডারে নয়। মিডল অর্ডারে হবে।

টাইগার দলপতি মাশরাফি বলেন, দলের পরিবর্তন টা সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে হবে। আমার একার কথায় তো হবে। দলে সবাই ভালো খেলছে। অন্যদিকে শান্তসহ অন্যান্যরাও বসে আছে। তাদের কীভাবে সুযোগ দেয়া যায় সেটাও চিন্তার বিষয়।

একুশে পত্রিকা/আরএইচ

ছবিঃ আকমাল হোসেন