সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ভর্তি পরীক্ষা : নিরাপত্তার চাদরে ঢাকা চবি ক্যাম্পাস

| প্রকাশিতঃ ২৬ অক্টোবর ২০১৮ | ৮:০১ অপরাহ্ন

ফাইল ছবি

চবি প্রতিনিধি : কাল (শনিবার) থেকে অনুষ্ঠেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের ভর্তিপরীক্ষা উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী। শুক্রবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা জানান প্রক্টর।

তিনি বলেন, সিসিটিভির আওতায় থাকবে পুরো ক্যাম্পাস। আনা হয়েছে। ক্যাম্পাসে মোতায়েন থাকবে ৭’শরও বেশি পুলিশ। পাশাপাশি কাজ করবে গোয়েন্দা সংস্থার সদস্যরা। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের শাটলে নিয়োজিত থাকবে পর্যাপ্ত সংখ্যক রেলপুলিশ ও রেল নিরাপত্তাবাহিনী। তারা বিশ্ববিদ্যালয়ের শাটল ও নগরীর বটতলী রেলস্টেশন, ঝাউতলা, ষোলশহর, ফতেয়াবাদ, বিশ্ববিদ্যালয় স্টেশনে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

প্রক্টর জানান, ভর্তিপরীক্ষার সকল ধরনের জালিয়াতি রোধে পরীক্ষার হল নিয়ন্ত্রণ করা হবে ‘এন্টি প্রক্সি’ নামক অ্যাপ-এর মাধ্যমে। অ্যাপসটি প্রত্যেক পরিদর্শক নিজের মোবাইলে ডাউনলোড করে রাখবেন এবং পরিদর্শক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডের উপরে থাকা (QR) কিউআর কোর্ড এর উপর অ্যাপসটি অন করে মোবাইলের ক্যামেরা ধরলেই অটোমেটিক কিউআর কোর্ডের মধ্যে থাকা একটি গোপন কোর্ডকে শনাক্ত করে তাৎক্ষণিক চবির অনলাইন সার্ভারের সঙ্গে কানেক্ট হয়ে সার্ভারে থাকা ব্যক্তিকে ডিসপ্লেতে দেখাবে। কাজেই সার্ভারে থাকা পরীক্ষার্থী ছাড়া এবার অন্য কেউ পরীক্ষা দেয়ার কোনো সুযোগ থাকছে না। দিলেই বিপদ। বলেন প্রক্টর আলী আজগর চৌধুরী।

তাছাড়া সব ধরনের জালিয়াতি রোধে বিশেষ আইন ও প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার হলে সকল ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ করা হয়েছে এবং পরীক্ষার হলে সার্বক্ষণিক থাকবে মোবাইল কোর্ট। যদি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী ভর্তি জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত থাকে তার ছাত্রত্ব বাতিল করা হবে বলে জানিয়েছেন চবি প্রক্টর। তাছাড়া ভর্তি পরিক্ষার্থীদের মাঝে যে কোনো ধরনের শীট বিতরণ নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে ক্যাম্পাসে নিরাপত্তার স্বার্থে পরীক্ষা চলাকালীন কোনো মোটরবাইক প্রবেশ করতে পারবে না। তাছাড়া নির্দিষ্ট স্টিকারযুক্ত গাড়ি ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গাড়ি ব্যতিত শিক্ষার্থী বহনকারী গাড়িগুলোকে জিরো পয়েন্ট দিয়ে প্রবেশ করে বিশ্ববিদ্যালয়ের শাহাজালাল, শাহ আমানত ও সোহারওয়ার্দ্দী হল হয়ে চবি নিরাপত্তা দপ্তরের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পার্কিং-এর নির্দেশ দেওয়া হয়েছে। আর পার্কিং না করলে চবির ২নং গেইট দিয়ে বেরিয়ে যেতে পারবে।

ভর্তি পরিক্ষার্থীদের সুবিধার্থে হলগুলোতে পরিক্ষার্থী থাকার অনুমতি থাকলেও কোনো অভিভাবক হলে অবস্থান করতে পারবেন না। বিভিন্ন ছাত্র সংগঠনগুলো ভর্তিপরিক্ষার্থীদের সহায়তা করার জন্য কোনো হেল্পডেক্স বসাতে পারবে না বলে জানানো হয়।

একুশে/আইএস/এটি