মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ফেনসিডিল বোঝাই একটি কাভার্ড ভ্যানসহ গ্রেফতার ২

| প্রকাশিতঃ ২০ অগাস্ট ২০১৬ | ৬:১৮ অপরাহ্ন

arrest Handcuffsচট্টগ্রাম: চট্টগ্রাম নগরী থেকে ৮৯৫ বোতল ফেনসিডিল বোঝাই একটি কাভার্ড ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ শনিবার ভোর ৫টার দিকে নগরীর আকবর শাহ থানার ‘হোটেল নিউ আমন্ত্রণ’ নামের একটি খাবার দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সাইদুর (২৬) ও মোঃ শাহীন মিয়া (২৩)।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ বলেন, কুমিল্লা থেকে কাভার্ড ভ্যানে করে চট্টগ্রামে ফেনসিডিলগুলো আনা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আকবর শাহ থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় কাভার্ড ভ্যানের ভেতর ৮৯৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে কাভার্ড ভ্যানে থাকা দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।