মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার

| প্রকাশিতঃ ২০ অগাস্ট ২০১৬ | ৭:০২ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন চট্টগ্রামের সাংবাদিকরা। শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লবের সামনে আয়োজিত মানববন্ধনে সাংবাদিকরা এ অঙ্গীকার করেন।

চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে।

সিইউজে’র সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীরর সভাপতিত্বে যুগ্ন সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের সঞ্চালনায় ওই মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজে’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজে’র সহ-সভাপতি রতন কান্তি দেবাশিষ, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ আলী আব্বাস, সহ-সভাপতি আবুল মন্সুর, যুগ্ন সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, সুপ্রভাত বাংলাদেশ এর ইউনিট প্রধান স ম ইব্রাহীম, প্রিতম দাশ, আব্দুর রব পাটোয়ারী প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামের নামে যারা সহিংসতা করছে, তারা প্রকৃত অর্থে ইসলামকে কলঙ্কিত করছে। তারা মানবতার শত্রু। তাদের কাছে দেশি-বিদেশি, শিশু, মহিলা কিংবা নামাজি কোন ভেদাভেদ নেই। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিই ভিন্ন ভিন্ন নামে একত্রিত হয়ে বিচ্ছিন্ন হামলা চালাচ্ছে। সাংবাদিক ও মানুষ হিসেবে আমরা দেশের ১৭ কোটি জনগণের সাথে থেকে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।