মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চসিকের আরো ৯ ওয়ার্ডে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ কার্যক্রম চালু হচ্ছে

| প্রকাশিতঃ ২০ অগাস্ট ২০১৬ | ৭:০৪ অপরাহ্ন

cccচট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আরো ৯টি ওয়ার্ডে ১ সেপ্টেম্বর থেকে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ কার্যক্রম চালু করা সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওয়ার্ডগুলোর মধ্যে আছে- ৪, ১৪, ১৬, ২১, ২৪, ২৭, ২৮, ৩২ ও ৩৯ নং ওয়ার্ড।

শনিবার সকালে নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত ৫ম নির্বাচিত পরিষদের ১৩তম সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সিটি কর্পোরেশনকে পরিকল্পিতভাবে নাগরিক সেবার উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। ৪১টি ওয়ার্ডে একই ডিজাইন ও রং এর ৫৫ টি ওয়ার্ড কার্যালয় এবং প্রতিটি ওয়ার্ডে ১টি করে কমিউনিটি সেন্টার নির্মাণ করা হবে। সিটি কর্পোরেশনকে আর্থিক ভাবে স্বাবলম্বি করে গড়ে তোলার জন্য আয়বর্ধক প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

সভায় নির্বাচিত পরিষদের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, অফিসিয়াল কাউন্সিলর, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।