চবি প্রতিনিধি : পরিবহন ধর্মঘটে গাড়ি চালানোয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের( চবি) শিক্ষকবাহী বাসের চালক মো. দুলালকে (৪০) বেপরোয়া মারধর করেছে পরিবহন শ্রমিকরা।
সোমবার (২৯ অক্টোবর) সকাল ৮টা ১৫ মিনিটে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে শিক্ষকবাহী বাসটি বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হলে কিছু পরিবহন শ্রমিক চালকের উপর হামলা করে তার মোবাইল, মানিব্যাগ ছিনতাই করে নিয়ে যায়। বিশ্ববিদ্যালয় পরিবহন ধর্মঘটের আওতামুক্ত তা জানানো হলেও শ্রমিকরা মারধর থামায়নি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন বলেন, আমরা এধরনের ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। পুলিশকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
একুশে/আইএস/এসসি