চট্টগ্রাম: নগরীতে অভিযান চালিয়ে দুই হাজার ইয়াবাসহ চার জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় নগরীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ফরিদ আলম, আজাদ হোসেন, জসিম উদ্দিন এবং আমির আলী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (চট্টগ্রাম মেট্রো) উপপরিচালক আলী আসলাম বলেন, ক্রেতা সেজে কৌশলে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।