চট্টগ্রাম: দুর্নীতি প্রতিরোধে দেশের সব বিভাগ নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ।
রোববার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘গণশুনানি ও জনগণের ক্ষমতায়ন’ শীর্ষক দুর্নীতি প্রতিরোধমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুদক কমিশনার বলেন, ভ’মি অফিস, হাসপাতাল, শিক্ষা অফিস ও সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতির বিষয়টা এখন সব স্থানে আলোচনা হচ্ছে। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করি। দেশে এমন কোন বিভাগ নেই যেখানে আমরা কাজ করিনা।
তিনি বলেন, সকল ক্ষেত্রে দুর্নীতি সহনিয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। দুর্নীতি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে, দেশের মানুষকে দুর্নীতি সম্পর্কে বুঝাতে হবে।
দুদক চট্টগ্রাম অঞ্চলের পরিচালক আব্দুল আজিজ ভ’ঁইয়া বলেন, সরকারী কর্মকর্তাদের অসচেতনার কারণে দুনীতি বাড়ছে। গত ২৭ আগষ্ট ঘুষ নেওয়ার সময় চট্টগ্রামে বিটিসিএল কার্যালয়ের তিনজনকে আটকের পর তাদের ড্রয়ারে ৮৩ লাখ টাকার সঞ্চয়পত্র জব্দ করা হয়েছে। জব্দকৃত টাকা ও সঞ্চয়পত্র কিসের, সেটার কোন সদুত্তর সেদিন দিতে পারেননি কর্মকর্তারা।
কর্মশালায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ভ’মি অফিস, চিকিৎসা তথা হাসপাতালে মানুষ হয়রানির শিকার হয়। এখন শিক্ষা খাতেও প্রচুর দুর্নীতি হচ্ছে। সবাই আন্তরিক হলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। সহযোগিতা না পেলে দুর্নীতি দমন কমিশন হাজারো চেষ্টা করলে তা সম্ভব হবে না।
কর্মশালায় চট্টগ্রামের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।