
চট্টগ্রাম : এালশিয়া ওপেন এশিয়া ইন্টারন্যাশনাল আইটিএফ তায়কোয়ান্ডো চ্যাম্পিয়নশীপে স্বর্ণপদক লাভ করেছে তায়কোয়ান্ডো-দো-ফাউন্ডেশন বাংলাদেশ।
গত ২৭ ও ২৮ অক্টোবর ২০১৮ মালয়েশিয়ার কুয়ালামপুরে বিরিটিপেট স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় স্বর্ণপদক প্রাপ্ত – ৭০ কেজি ওজন শ্রেণীতে চিটাগাং তায়কোয়ান্ডো-দো-অ্যাসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক মোঃ আলী আকবর।
এতে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন আইটিএফ তায়কোয়ান্ডো-দো-ফাউন্ডেশন বাংলাদেশের প্রেসিডেন্ট মোঃ মুক্তার হোসেন।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেণ এশিয়ার তায়কোয়ান্ডো মাস্টার দেবি লাও।