চট্টগ্রাম: আনোয়ারা উপজেলায় অবস্থিত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সিএফইউএল এর পাশে ডাই অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) কারখানার গ্যাসলাইনে এ্যমুনিয়া গ্যাস পাইপ ফেটে গিয়ে গ্যাস আক্রান্ত হয়ে পড়েছে অসংখ্য মানুষ।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা শুরুর পর আনোয়ারার পাশাপাশি পতেঙ্গা, ইপিজেড, বন্দর ও সদরঘাট এলাকার শত শত মানুষ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে পড়েছেন।
রাত ১২টা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭ জনকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, নগরীর বিভিন্ন ইউনিট থেকে অন্তত ৮টি গাড়ি কারখানার উদ্দেশ্যে ছুটে গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।