চট্টগ্রাম: এক কারারক্ষীকে মারধরের অভিযোগ উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে। বুধবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের তিনতলার নতুন চক্ষু বহির্বিভাগে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার দেলোয়ার হোসেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কর্মরত আছেন।
প্রত্যক্ষদর্শী একাধিক সূত্রে জানা গেছে, এক রোগীকে নিয়ে চক্ষু বহির্বিভাগে অপেক্ষা করছিলেন কারারক্ষি দেলোয়ার। এ সময় কথা বলতে গিয়ে সেখানে উপস্থিত রাশেদুলকে ‘স্যার’ সম্বোধন করেননি তিনি। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে কারারক্ষি দেলোয়ারকে মারধর করেন রাশেদুল ও তার সহযোগীরা। পরে সেখান থেকে পেটাতে পেটাতে পাঁচতলার নাক, কান ও গলা বিভাগে নিয়ে গিয়ে আরেক দফা মারধর করেন তারা।
এদিকে ঘটনার বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আব্দুর রব বলেন, কারাগারের এক বন্দিকে চিকিৎসার জন্য হাসপাতালে যান কারারক্ষি দেলোয়ার। এসময় রোগীর লম্বা সিরিয়াল দেখে দেলোয়ার অনুরোধ করেন, তার রোগীকে যাতে দ্রুত চিকিৎসা দেন। এ নিয়ে চিকিৎসকদের সাথে ‘ভুল বুঝাবুঝি’ হয়। পরে আমরা গিয়ে বিএমএ চট্টগ্রামের সভাপতির উপস্থিতিতে বিষয়টি মিমাংসা করি।
এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন, চিকিৎসকরা এক কারারক্ষীকে পিটিয়েছেন। কিন্তু কি কারণে এ ঘটনা ঘটেছে তা আমি জানি না। এ নিয়ে দুপুরে কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হয়েছে।
এদিকে বক্তব্য জানার জন্য অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলামের ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।