মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ভূমিকম্পে চট্টগ্রামে ক্ষয়ক্ষতির খবর নেই

| প্রকাশিতঃ ২৪ অগাস্ট ২০১৬ | ৬:৪৩ অপরাহ্ন

চট্টগ্রাম: ভূমিকম্পের কারণে চট্টগ্রামে ক্ষয়ক্ষতির কোন খবর প্রাথমিকভাবে পাওয়া যায়নি। বুধবার বিকেল ৪টা ৩৪ মিনিট ৫৫ সেকেন্ডে অনুভূত হওয়া ৬ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে চট্টগ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ভূমিকম্পের কারণে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তার সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা মোটরসাইকেল ও গাড়ি নিয়ে টহলে বের হন। সন্ধ্যা সাড়ে ৬টার পর্যন্ত কেউ দুর্ঘটনার খবর জানাননি। এরই মধ্যে টহলে বের হওয়া আমাদের বেশিরভাগ কর্মী স্টেশনে ফিরে এসেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বলেন, ভূমিকম্পের কারণে দুর্ঘটনায় শিকার হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কেউ হাসপাতালে আসেনি।

এদিকে হঠাৎ করে ভূমিকম্পের ঝুাঁকুনি শুরু হলে চট্টগ্রামের সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসা বাড়ি ও অফিস আদালতে থাকা লোকজন হুড়োহুড়ি করে রাস্তায় নেমে আসেন।